Sunday, June 20, 2021


                                সকলকে স্বাগত

৬০ এর দশক থেকে শুরু করে এখনো অব্দি আমরা বাংলাতে বিভিন্ন সময় বিভিন্ন প্রকাশনীর বিভিন্ন চরিত্রের উপর আধারিত কমিক্স পড়ে চলেছি। কিছু কমিক্স যেমন জনপ্রিয়তা লাভ করে পাকাপাকি লোকের মনে দাগ কেটে গেছে সেরকম অনেক কমিক্সই জনপ্রিয়তা লাভ করতে না পেরে সময়ের সাথে সাথে হারিয়ে গেছে পাঠকের স্মৃতি থেকে |

 

ইন্দ্রজাল কমিক্স ,অমর চিত্রকথা,টিনটিন ,এস্টেরিক্স ,চাচা চৌধুরী ,পিঙ্কি ,বিল্লু,হাঁদা ভোঁদা,নন্টে ফন্টে,বাঁটুল কে যেমন লোকে মনে রেখেছে তেমনি ভুলে গেছি ওয়েস্টার্ন কমিক্স ,গোল্ডেন কমিক্স ,অভীক চিত্রকথার চরিত্রদের|


অনেকদিন ধরেই প্রচেষ্টা চলছিল বাংলা কমিকসের একটি সম্পূর্ণ ডাটাবেস বানানোর যেখানে এখনো অব্দি বই আকারে বাংলা ভাষায় প্রকাশিত সকল কমিকসের তথ্য থাকবে, সাথে বর্তমান সময়ে দাঁড়িয়ে যা যা কমিক্স সহজেই কিনতে পাওয়া যায় তার তথ্যও থাকবে। সেই ভাবনা থেকেই Kolkata Komics-এর উদ্যোগে এই ব্লগটি তৈরী।

 

ব্লগের দেওয়া কমিকসের প্রচ্ছদ গুলি আমার নিজের ব্যক্তিগত সংগ্রহ ও পরিচিত বিভিন্ন সংগ্রাহকদের থেকে নিয়ে দেওয়া হয়েছে। ব্লগে দেওয়া কমিকসের বাইরেও যদি কারোর কাছে অন্য বাংলা কমিক্স থেকে থাকে তো জানাতে দ্বিধা করবেন না।